সোমবার, ০৫ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২১:২৮

দীর্ঘ ভোগান্তি থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পুরাণবাজারবাসী

দীর্ঘ ভোগান্তি থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে  পুরাণবাজারবাসী
অনলাইন ডেস্ক

কোভিড-১৯ প্রকল্পের আওতায় লোহারপুল থেকে পুরাণবাজার বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র পর্যন্ত রয়েজ রোড এবং কয়লাঘাট থেকে নিতাইগঞ্জ এ দুটি সড়ক দেশের পরিবর্তিত পরিস্থিতির আগ থেকে খুবই নাজুক অবস্থায় ছিলো। সেই সাথে সরকার পরিবর্তন হওয়ার পরেও এ দুটি রাস্তার উন্নয়ন কাজসহ ড্রেন নির্মাণ থমকে যায়। বর্তমান পৌর প্রশাসক ও চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়ার উদ্যোগে ভাঙ্গা এই দুটি রাস্তা মেরামতের কাজ পুনরায় শুরু করা হয়েছে। যার কার্পেটিং কাজ এখন চলছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) দুপুরে সেই রাস্তার উন্নয়ন কাজ সরজমিনে পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার নবাগত নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া। এ সময় সহকারী প্রকৌশলী মো. আবুল হাসান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং অন্যরা উপস্থিত ছিলেন।

নিতাইগঞ্জ সড়কের কার্পেটিং কাজও ঈদের আগে ধরা হবে। এছাড়া লোহারপুল-রয়েজ রোড হতে দোকানঘর রামদাসদী সড়কের কাজও একই প্রকল্পের অধীন অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেটির কাজ ঈদুল ফিতরের পর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পৌরসভার এই দুই ইঞ্জিনিয়ার।

উল্লেখ্য, উল্লেখিত রাস্তাগুলোর ভগ্নদশায় অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

ফলে দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছে এলাকার হাজার হাজার মানুষ।

ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়