মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২২:৩৩

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের স্মরণসভা, দোয়া ও ইফতার

গুজব সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণে আনতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

গুণী মানুষরা প্রয়াত হলেও সবসময় তাঁদের স্মরণ করা প্রয়োজন : জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, যাঁরা সমাজের জন্যে কাজ করেছেন, এখন আর আমাদের মাঝে নেই, তাঁদের স্মরণে দোয়া ও আলোচনা একটি মহৎ কাজ। গুণী মানুষরা প্রয়াত হলেও সবসময় তাঁদের স্মরণ করা প্রয়োজন। এতে অন্যরাও সমাজের জন্যে কাজ করতে উদ্বুদ্ধ হয়। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম তাদের দুজন প্রয়াত সদস্যের স্মরণসভা এবং যে দোয়া ও ইফতারের আয়োজন করেছে সেজন্যে বিশেষ ধন্যবাদ জানাই।

বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) চাঁদপুর টেলিভিশন ফোরাম আয়োজিত স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

গুজব সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণে আনতে হবে বলে মন্তব্য করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের উত্থানের সহযোগিতা করা হচ্ছে গুজব সৃষ্টি বা ভিত্তিহীন সংবাদ ছড়ানোর মাধ্যমে । যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সবচেয়ে বেশি হয়ে থাকে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

টেলিভিশন ফোরাম সাংবাদিক নেতৃবৃন্দের কাছে তিনি আহ্বান জানান যে, জেলার অপপ্রচার হয় যেসব সংবাদে, তা যেনো প্রচার না করা হয়। শেখ ফরিদ আহমেদ মানিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভূমি কর্মকর্তা আল ইমরান খান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহম্মদ জয়নাল আবেদীন, জামায়াতের পৌর কমিটির আমির অ্যাড. মো. শাহজাহান খান, গাছতলা দরবার শরীফের পীর খাজা অলিউল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, টেলিভিশন ফোরামের সাবেক সভাপতি আল ইমরান শোভন ও চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী ও মাহবুবুর রহমান সুমন, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক মুনাওয়ার কাননসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে চাঁদপুরের প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরী ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের স্মরণে আলোচনা ও দোয়া করা হয়। এছাড়া রমজান মাস উপলক্ষে টেলিভিশন ফোরাম কর্তৃক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১১জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়