মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২২:৩৮

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে র‌্যাবের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আরমান হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকালে উপজেলার চৌয়ারা ইউনিয়নের উলুরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২-এর অধিনায়ক মাহমুদুল হাসান বিকেল পৌনে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আরমান হোসেন উলুরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা দুটি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান হোসেন জানায়, দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন আরমান। এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়