মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৭:৫২

চাঁদপুর প্রেসক্লাবে দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

অন্ধত্বের অজুহাতে যারা ভিক্ষা না করে স্বাবলম্বী হচ্ছেন আর কুরআন পড়ছেন, তাতে মুগ্ধ হলাম : চাঁদপুর সদর ইউএনও

অন্ধত্বের অজুহাতে যারা ভিক্ষা না করে স্বাবলম্বী হচ্ছেন আর কুরআন পড়ছেন, তাতে মুগ্ধ হলাম : চাঁদপুর সদর ইউএনও
অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবে দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৩জন বিজয়ী হয়েছেন। তারা হলেন : হাফেজ মো. মুজাম্মেল (প্রথম), হাফেজ মো. জালাল উদ্দিন (দ্বিতীয়) ও হাফেজ মো. নূরে আলম (তৃতীয়)। শনিবার (৭ রমজান, ৮ মার্চ ২০২৫) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধী।

প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। তিনি তাঁর বক্তব্যে বলেন, দৃষ্টিহীনরা যে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে এটা দেখে সত্যি অবাক। তাও আবার মুখস্থ। দৃষ্টিশক্তি না থাকলে মানুষ বেকায়দায় পড়ে। আমাদের যাদের চোখ আছে সেটা আল্লাহর মেহেরবানি। তিনি আরো বলেন, অনেকে জন্মগত অন্ধ। আরবি হরফ কোনটি কেমন তারা জানে না। একজনের কাছে শুনে শুনে মুখস্থ করেছেন। সত্যিই এটি ভাবলে মন থেকে আনন্দ পাই। যে কুরআন পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তা না দেখেও দৃষ্টিহীনরা মুখস্থ করেছেন। আপনারা যারা অন্ধত্বের অজুহাতে ভিক্ষা না করে স্বাবলম্বী হবার পথ খুঁজছেন আর কুরআন পড়ছেন, সত্যিই তাতে মুগ্ধ হলাম। আমি আপনাদের পাশে থাকতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ ও সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. ইকরামুল হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহীম খলিল প্রমুখ।

সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাও. মো. আবদুর রহমান গাজী। মাও. মাহবুব এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি হাফেজ মো. সিরাজুল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়