প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৬:১৬
নারী দিবসে রোটারিয়ান আলেয়া বেগম লাকীকে চর্যাপদ একাডেমির সংবর্ধনা

বিশিষ্ট আইনজীবী রোটারিয়ান আলেয়া বেগম লাকীকে সংবর্ধনা প্রদান করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। শনিবার (৮ মার্চ ২০২৫) নারী দিবস উপলক্ষে তাঁর বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে ও মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও চাঁদপুর উদয়ন কচি-কাঁচার মেলার সাবেক আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, নারী উদ্যোক্তা আয়েশা মুন্নি, একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স এবং আর্কাইভ ও নথি ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি।
এ সময় আলেয়া বেগম লাকীর বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করা হয় এবং তাঁর মুখ থেকে শোনা হয় সফলতার পেছনে লুকিয়ে থাকা সুখ-দুঃখের গল্প।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আলেয়া বেগম লাকী বলেন, চর্যাপদ একাডেমি আজ যে সম্মানটুকু আমাকে দিয়েছে, আমি তাতে গৌরববোধ করছি। এই একাডেমির কার্যক্রম সম্পর্কে আমি অনেকদিন যাবত অবগত। দূর থেকে এই সংগঠনের কাজ দেখে ভালো লাগতো। কিন্তু আজ আমাকে যে সফল নারী সংবর্ধনার জন্যে বাছাই করবে এটা ধারণাও করতে পারিনি।
চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, নারী দিবসে একজন সফল নারীকে সংবর্ধনা প্রদান করার মধ্য দিয়ে আমরা নিজেরাই সম্মানিত হই। তাঁর মুখ থেকে সফলতার আড়ালে লুকিয়ে থাকা সুখ-দুঃখের গল্প শুনে আমরা ঋদ্ধ হই।
চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, একাডেমির পক্ষ থেকে প্রতি বছর নারী দিবসে একজন সফল নারীর বাসভবনে আমাদের চর্যাপদ টিম ছুটে গিয়ে সংবর্ধনা প্রদান করে থাকে। এটা আমাদের অনেকদিনের রেওয়াজ। ২০২১ সাল থেকে এ সংবর্ধনা প্রদান করে আসছি আমরা। এর আগে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুননাহার চৌধুরী, সংগীত শিল্পী ইতু চক্রবর্তী এবং জেলা উদীচীর সভাপতি কৃষ্ণা সাহাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।