প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২১:১৪
শেখ মো. আবদুল্লাহর মায়ের ইন্তেকালে জেলা ইসলামী আন্দোলনের শোক
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা দুবাই প্রবাসী দানবীর আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মমতাময়ী মা বিকেল বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালের সময় তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। এই ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানী।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা দ্বীনের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। মহীয়সী এ নারীর ইন্তেকালে আমরা শোকাহত ও মর্মাহত। নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করে কায়মনোবাক্যে দোয়া করেন। সেই সাথে নেতৃদ্বয় মরহুমার রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।