প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২০:৩৬
সটাকি সমাজসেবা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকি সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব, অসহায়, দুঃস্থসহ মধ্যবিত্ত লোক (যারা চাইতে পারে না) তাদের জন্যে ইফতার সামগ্রীর আয়োজন করা হয়েছে ।
শুক্রবার (৭ মার্চ ২০২৫) জুম্মার নামাজের পর সটাকি বেড়িবাঁধের ওপর সটাকি সমাজসেবা ফাউন্ডেশনের এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। তারা প্রতি বছরই এই উদ্যোগ চলমান রাখার আহ্বান জানিয়েছেন।
সটাকি সমাজসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মোহাম্মদ উল্লাহ সরকার নিপু, মো. সারোয়ার হোসেন জুয়েল, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মো. মোক্তার হোসেন মোল্লা, মো. আবুল হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ মফিজ মোল্লা ও মো. জাকির। আর কার্যকরী কমিটিতে রয়েছেন সভাপতি মো. হানজালা পাঠান, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, প্রচার সম্পাদক মো. শান্ত হাসান সহ মোট ৩১ সদস্য।
ফাউন্ডেশনের সবার উপস্থিতিতে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
এই আয়োজন দেখে এলাকার গণ্যমান্য মুরুব্বিরা তাদেরকে সাধুবাদ জানিয়েছেন।