বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬

হাজীগঞ্জে নিষিদ্ধ পিরানহা বিক্রি হচ্ছে রূপচাঁদার নামে

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে নিষিদ্ধ পিরানহা বিক্রি হচ্ছে রূপচাঁদার নামে
অন্য সকল মাছের সাথে ট্রেতে করে এভাবে সাজিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা। ছবিটি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে তোলা। ছবি : চাঁদপুর কণ্ঠ।

নিষিদ্ধ পিরানহা মাছ রূপচাঁদা বলে বিক্রি হচ্ছে হাজীগঞ্জের গ্রামাঞ্চলে। উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে প্রতিদিন ভ্যানগাড়িতে করে বিক্রি হলেও মূলত উপজেলার ধেররা পাইকারি মৎস্য আড়ত, বেলচোঁ বাজারে শতাধিক মৎস্য আড়ত এবং বাকিলা বাজারে হাটবারে দেখা মিলছে মানুষখেকো ও ক্যান্সার সৃষ্টিকারী এই পিরানহা। মূলত গ্রামে গ্রামে ভ্যানগাড়িতে করে দুইশ’ টাকা কেজি দরে রূপচাঁদা বলে পিরানহা বিক্রি করার কারণে ধোঁকা খাচ্ছে গ্রামের সহজ-সরল মানুষজন। তবে এ নিয়ে তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না সংশ্লিষ্টদের।

খোঁজ নিয়ে জানা যায়, পিরানহা মাছ চাষ ও বিপণন আইনত অপরাধ। তাছাড়া চিকিৎসকদের মতে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকরও বটে। তাই এ মাছটি চাষ ও বিপণনকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানাসহ উভয় বিধানও রয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না সড়কে প্রাতভ্রমণে থাকা একাধিক নারী পুরুষ জানান, এদিন ভোরে অন্য মাছের সাথে লাল আর বড় জাতের পিরানহা ভ্যানগাড়িতে করে এনে হ্যান্ডমাইকে ডেকে ডেকে রূপচাঁদা বলে বিক্রি করছে খুচরা এই মাছ বিক্রেতা। দুইশ’ টাকা কেজি দরে বিক্রি করা পিরানহাগুলো ধেররা মৎস্য আড়ত থেকে পাইকারি ১৭০ টাকা কেজি দরে কিনে আনেন বলে জানান নাম প্রকাশ না করা এই বিক্রেতা।

বাকিলা বাজারের নিয়মিত মৎস্য ব্যবসায়ী মুক্তার হোসেন জানান, মাঝে মাঝে তাজা পিরানহা বাকিলা বাজারে আসে। আমরা ক’জন প্রতিবাদ করলে লুকিয়ে লুকিয়ে বিক্রি করে খুচরা বিক্রেতারা।

উপজেলা শহর হাজীগঞ্জ দক্ষিণ বাজারের পাইকারি মৎস্য বিক্রেতা ইমাম হোসেন জানান, আমাদের এখানে মাঝে মাঝে পিরানহা আসে। তবে আমরা এসব বিক্রি করি না।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত চাঁদপুর কণ্ঠকে জানান, উপজেলার কোথাও পিরানহার দেখা পেলে সাথে সাথে আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার আমাজন এলাকার রাক্ষুসে মাছ পিরানহা। চিকন আর সরু দাঁত বিশিষ্ট অত্যন্ত আক্রমণাত্মক এ মাছ জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানুষকে পেলে আক্রমণকরাসহ এর ভক্ষণে মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে। এরা দলবদ্ধ আক্রমণ নিমিষেই মানবদেহ সাবাড় করে নিতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়