বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯

জেলা পর্যায়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার
জেলা পর্যায়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর 'আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪' উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, চাঁদপুর কর্তৃক আয়োজিত মানববন্ধন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম চাঁদপুরসহ অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। সোমবার সকাল সাড়ে নয়টায় এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দিবসের আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি চাঁদপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম, সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইকবাল মাহমুদ, সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের সভাপতি ইঞ্জি. মো. আলমগীর হোসেন পাটওয়ারী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল।

মানববন্ধনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের ‍উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীগণসহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীগণও অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়