সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩

৬ দফা জানাজা শেষে ড. শামছুল হক ভূঁইয়ার দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
৬ দফা জানাজা শেষে ড. শামছুল হক ভূঁইয়ার দাফন সম্পন্ন

চাঁদপুরে-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ইন্তেকালের পর ঢাকার ইস্কাটন গার্ডেন জামে মসজিদে প্রথম জানাজা শেষে রোববার ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় চাঁদপুরে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে, ১১টায় চাঁদপুর হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ফরিদগঞ্জে দুপুর ২টায় আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, বিকাল ৩টায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে ও সর্বশেষ কাউনিয়া শহীদ হাবিবুল্ল্যা উচ্চ বিদ্যালয় জানাজা শেষে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া ভূঁইয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রতিটি জানাজায় কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

শুক্রবার ২ ফেব্রুয়ারি সকাল ৭টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।

এদিকে সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছের ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ।

উরেøখ্য, ড. শামছুল হক ভূঁইয়া ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কর্মজীবন শেষ করে তিনি ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে আছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের ১নং সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আমৃত্যু দায়িত্বরত ছিলেন।

ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। তার পিতার নাম মো. হাসমত উল্ল্যাহ এবং মায়ের নাম হাজেরা বেগম। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) দুটি আসন থেকে নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়