বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৮

সেপ্টেম্বর ২০২৩ মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভা-

চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার তাগিদ

চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার তাগিদ
অনলাইন ডেস্ক

সেপ্টেম্বর ২০২৩ মাসের চাঁদপুর জেলার উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এঁর সভাপতিত্বে তার কার্যালয়ে চাঁদপুর জেলার উন্নয়ন সমন্বয় সভার মাসিক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় সভায় আরো অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল , অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সিভিল সার্জন চাঁদপুর ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, জেলার বিভিন্ন দফতর প্রধান/প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ এবং অন্যান্য।

সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্ত:সমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়