শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ জুন ২০২১, ১৮:৩১

ফরিদগঞ্জ থানা পুলিশের এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিদের সাথে মতবিনিময়

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জ থানা পুলিশের এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিদের সাথে মতবিনিময়
এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিদের সাথে ফরিদগঞ্জ থানা পুলিশের মতবিনিময়

সম্প্রতি ফরিদগঞ্জসহ চাঁদপুর জেলার বিভিন্নস্থানে বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখাগুলোতে টাকা চুরির ঘটনা ঘটছে। এই চুরির ঘটনা রোধ করতে এবং ব্যাংকের শাখার নিরাপত্তা নিশ্চিত করতে আজ ২৫ জুন শুক্রবার ফরিদগঞ্জ থানা পুলিশ এজেন্ট ব্যাংক সমূহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।

সকালে থানায় স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত সভায় জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলায় এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের ৪০টি এজেন্ট শাখার তথ্য রয়েছে। যেহেতু ব্যাংকগুলো অর্থ লেনেদন করে, তাই তাদের নিজেদের অর্থ ও ব্যাংকের নিরাপত্তা আরো জোরদার করতে হবে। সেই জন্য প্রতিটি ব্যাংকে সিসি ক্যামেরা, ডিবিডিআর-এর আলাদা ব্যাক আপ, নগদ অর্থ জমা না রাখা, অফিস রুমে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে এজেন্ট ব্যাংকগুলোর শাখায় চুরির ঘটনা ঘটছে। সেই লক্ষে শাখা সমূহে আরো নিরাপত্তা বাড়নোর জন্য এ পদক্ষেপ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়