বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ২১:৫০

সন্ধানীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সন্ধানীর ফ্রি মেডিকেল ক্যাম্প
অনলাইন ডেস্ক

চাঁদপুর মেডিকেল কলেজে সন্ধানী করতে ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) চাঁদপুর মেডিকেল কলেজ সন্ধানীর অফিস কক্ষে ক্যাম্প অনুষ্ঠিত।

সন্ধানী রোগী কল্যাণ বিষয়ক কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিট উপকমিটির রোগী কল্যাণ বিষয়ক আহ্বায়ক নাকিবুল ইসলাম শুভ বলেন, সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিট চাঁদপুরের মানুষের সেবায় কাজ করে যাবে।আমরা আমাদের কার্যক্রম আরো প্রসারিত করবো।সন্ধানী একটি স্বেচ্ছাসেবী সংগঠন।সন্ধারী সবসময় বিনামূল্যে রক্তদান ও চক্ষুদান কার্যক্রম পরিচালনা করছে।

সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিট উপকমিটির আহ্বায়ক সফওয়াত সাইফ উল্লাহ নাফিস বলেন, আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি।ডায়াবেটিস নির্ণয়,ব্লাড প্রেসার,পালস, ওজন পরিরাপ করছি।এসব দেখে যাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার তাদের সেসব বিষয় বলে দিচ্ছি। আমরা আশা করি খুব দ্রুতই চাঁদপুরের বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসায় গিয়ে আরো কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়