বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ২০:০৪

হাসপাতাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ

অনলাইন ডেস্ক
হাসপাতাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে মিজান পাটোয়ারী (৫৫), পিতা মৃত ওসমান পাটওয়ারী, সাং সেকদি পাটোয়ারী বাড়ি ৮ নং ওয়ার্ড ফরিদগঞ্জ।

সাং ফরিদগঞ্জ সেকদি পাটোয়ারী বাড়ি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা পারিবারিক কলহের কারনে বিষপানে সে মারা গেছে।

পরে পোস্টমর্টেমের জন্য মরদহ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিষ্ণুদী রাস্তার মাথায় একজন লোক রাসাতার ওপর পড়ে থাকতে দেখেন টহলে থাকা স্থানীয় কমিউনিটি পুলিশ । পরে তারা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আঃ কুদ্দুছ সঙ্গীও ফোর্স হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। লাশের সুরতাল তৈরীর সময় ওই ব্যক্তির মুখে লালা বের হতে দেখেন পুলিশ।

প্রথমে নিহত ব্যক্তির পরিচয় মিলছিলো না। পরে চাঁদপুর পিবিআই একদল পুলিশ থানা প্রাঙ্গনে এসে মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় সনাক্ত করে।

জানা যায়, নিহত মিজান পাটোয়ারী দীর্ঘ বছর কুয়েত প্রবাসে ছিলেন। চাঁদপুর শহরের চক্ষু হাসপাতালের কাছে স্ত্রীসহ ভাড়ায় বাসায় থাকতেন। তার দুই ছেলে রয়েছে এবং তারা প্রবাসে থাকেন।

তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়