বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ২০:১৩

মতলবে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও গ্রামে রায়হান নামের আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ ২১ আগস্ট সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের মিয়াজি বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত রায়হান নওগাঁও গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। মা হাসিনা বেগম গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে সকলের অগোচরে খেলার ছলে শিশু রায়হান বাড়ির পাশে পুকুরের কাছে চলে যায়। পুকুরের পাশে নিচু জায়গায় পা পড়ে সে পানিতে পড়ে যায়। অনেকটা সময় তাকে না দেখলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানি ঘোলা ও সন্দেহ হলে লোকজন পানিতে খোঁজতে নামে। সেখান থেকে উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পরিবারের লোকজনকে জানায় সে মারা গেছে। দুই ভাই এক বোনের মধ্যে রায়হান সবার ছোট ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়