বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ২৩:৫৮

মতলব দক্ষিণে বিদুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলব দক্ষিণে বিদুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

মতলব দক্ষিণে আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ আব্বাসী পাটোয়ারী (১৪) বিদুৎপৃষ্টে মৃত্যুবরণ করেছে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত ১০ আগষ্ট বৃহস্পতিবার রাত নয়টায় নিজ বসতঘরে তার মৃত্যু হয়। নিহত ওই শিক্ষার্থী উপজেলার আশ্বিনপুর গ্রামের মৃত কিশোর পাটোয়ারীর ছেলে। সে আশ্বিনপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির বাণিজ্য শাখার মেধাবী শিক্ষার্থী ছিল। রাত নয়টায় বসতঘরের একটি মাল্টিপ্লাগ মেরামত করার সময় বিদ্যুতের তারের সংযোগ দিতে গিয়ে আচমকা তার একটি আঙুল মাল্টিপ্লাগের ভেতর ঢুকে যায়। এতে তার শরীর বিদ্যুতায়িত হয়। অল্প সময়েই সে জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ির লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলার নারায়ণপুর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। শিক্ষার্থীর চাচা সুমন পাটোয়ারী বলেন, ৩ ভাইবোনের মধ্যে সে সবার ছোট। কয়েক বছর আগে তার বাবা মারা যান। গত বছর তার একটি বোন আত্মহত্যা করেন। বছর না ঘুরতেই সে-ও মারা গেল। এটি ওই পরিবারের জন্য একটি ট্র্যাজেডি। ১১ আগষ্ট সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়