শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:৪৩

শাহরাস্তিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া এলাকায় পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ৪ বছর বয়সী শিশু দ্বীন মোহাম্মদ ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেরনাইয়া গ্রামের হাজী বাড়ির সামনে ৯ জানুয়ারী সোমবার বিকাল ৪ ঘটিকার সময় ঘটনাটি ঘটে। বেরনাইয়া বাজারের দক্ষিণ দিক থেকে আসা পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনার স্হলেই বেরনাইয়া হাজী বাড়ির শরিফুল ইসলাম এর ছেলে দ্বীন মোহাম্মদ (৪) নিহত হয়।

এলাকাবাসী জানান, পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে ছুটে আসায় চালক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। পিকআপটির ফিটনেস ছিলনা বলে জানা গেছে। পিকাপ এর মালিক উঘারিয়া গ্রামের আব্দুল হান্নান ও চালক একই গ্রামের সোওরাব হোসেন। গাড়িটির রেজিষ্ট্রেশন নম্বর (ফেনী-ন ১১-০৫৭৪)। ঘটনার পর শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্ধ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়