প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ২০:৩৯
থার্টি ফার্স্ট নাইটের উৎসবে প্রাণ গেলো শিশু রিফাতের

চাঁদপুরের ফরিদগঞ্জে থার্টি ফাস্ট নাইট উদযাপনের বলি হলো শিশু রিফাত। প্রবাসী আলমগীরের ঘর থেকে সাইড লাইন নিয়ে আনন্দ উল্লাস করে এলাকার যুবকরা। গভীর রাত পর্যন্ত উৎসব শেষে বিদ্যুতের লাইন না খুলেই চলে যায় তারা। পরদিন ১ জানুয়ারী দুপুরে সকলের অগোচরে প্রবাসী আলমগীরের ছেলে রিফাত (৩) খেলাতে খেলতে বিদ্যুতের সাইড লাইনে হাত লেগে যায় এবং শিশুটির মৃত্যু হয়।
|আরো খবর
ঘটনাটি উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দূর্গাপুর গ্রামের হাজী বাড়ির। ঘটনাস্থল পরিদর্শনে গেলে রিফাতের মা লিমা আক্তার সাংবাদিকদের বলেন- "আমার ছেলে খেলতে খেলতে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার ধরলে তাকে শক করে। আমরা তাকে হাসপাতালে নিলে ডাক্তার বলে সে মারা গেছে।"
প্রবাসী আলমগীর তার ঘরের সংস্কার কাজ করার কারনে মিটারযুক্ত বেড়াটি উঠানের পাশে রাখে। কিন্তু মিটারটি সচল অবস্থায় ছিলো। সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করছেন কিনা জানতে চাইলে রিফাতের নানা ইসমাইল বলেন- আমরা আবেদন করেছি। তারা বলেছে কাজ করার জন্য।
এ বিষয়ে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলেন- " এ বিষয়ে আমি প্রথম আপনার কাছে জানলাম। এ ধরনের কোনো আবেদন আমাদের অফিসে জমা হয়নি।"