শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ২১:৪২

এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের বোর্ড ফি দিলেন ‘বন্ধন-১২’

ফরিদগঞ্জ প্রতিনিধি
এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের বোর্ড ফি দিলেন ‘বন্ধন-১২’

ব্যতিক্রম এবং শিক্ষাবান্ধব উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়াচ্ছে ফরিদগঞ্জের ‘বন্ধন-১২’ নামের সামাজিক সংগঠনটি। ভালো কিছু স্বপ্ন এবং সুন্দর চিন্তা নিয়ে ২০২২ সালের শুরুর দিকে এ সংগঠনের পথচলা। ইতোমধ্যে সদ্য এস.এস.সি এবং দাখিলে কৃতকার্যদের বৃত্তি ও সংবর্ধনা দিয়ে আলোচনায় আসে ‘বন্ধন-১২’।

তারই আলোকে গত ৩১ ডিসেম্বর ২০২২ রোজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের টিম বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এস.এস.সি এবং দাখিল পরীক্ষার্থীদের হাতে অনুদান তুলে দেন। ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, বিরামপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণ লড়াইরচর দাখিল মাদ্রাসা, উত্তর লড়াইরচর হালিমিয়া দাখিল মাদ্রাসার অসহায় ও মেধাবী ২৬জন শিক্ষার্থীর হাতে বোর্ড ফি, কেন্দ্র ফি ও অন্যান্য ফি শিক্ষার্থীদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে হাতে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সদস্য স্পেন প্রবাসী আলমগীর পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজান, বিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.ইমাম হোসেন, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেন, দক্ষিণ লড়াইরচর বাইতুন্নবী দাখিল মাদরাসা সুপার মুহা.আফলাতুল, লড়াইর চর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার সুফার মো.আল আমিন, বোরহান উদ্দিন মিয়াজী, সেলিম গাজী, হাজী মিজানুর রহমান, সুমন আহম্মেদ ও জসিম উদ্দিন পাটওয়ারী।

এর আগে ‘বন্ধন-১২’ এর উদ্যোগে এলাকার পিছিয়ে পড়া বেশ কয়েকটি পরিবারকে ঘরে করে দেওয়া হয়। এলাকাকে মাদকমুক্ত করা, একে অপরের প্রতি ভ্রতিত্ববোধ সৃষ্টি করা, শতভাগ সচেতন এবং স্বশিক্ষিত সমাজ গড়াই এই সংগঠনের নেতৃবৃন্দের স্বপ্ন। সেই স্বপ্নের কান্ডারির হিসেবে কমিটির আহবায়ক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন যথাক্রমে মফিজুল ইসলাম ও এস.এম ফারুক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়