বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ২০:২৬

হাজীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্ভোধন র্যালী ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে।

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ নভেম্বর) উপজেলা ক্যাস্পাসে উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর ৫ নির্বাচনি এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

দিনের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বরের বাইরে চাঁদপুর কৃমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিন করে।

 

উদ্ধোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্যে

প্রধান অতিথি মেজর অব. রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল মেলার উদ্দেশ্য হচ্ছে, স্বাস্থ্যসেবা, কৃষি, অনলাইনে রেজিস্টেশন, অনলাইনে ব্যাংকিং লেনদেন, মোবাইল ব্যাংকি, ৯৯৯ এর ব্যবহারসহ সবধরণের ডিজিটাল সেবা প্রসঙ্গে মানুষকে জানানো। এতে মানুষ সহজেই উপকৃত হওয়ার সুযোগ থাকে।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে বিশে^র সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। এখন মানুষ ঘরে বসেই বিশে^র কোথায় কি হচ্ছে, তা জানতে ও দেখতে পাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন।

 দিন শেষে উদ্ভাবনী সেরা ও স্টলের পুরস্কার প্রদান করা হয়। এতে সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠান প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই  স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান (ব্যক্তিগত) উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্ণিমল দেউরী এবং সেরা স্টলে প্রথম উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, দ্বিতীয় উপজেলা সহকারী কমিশনার কার্যালয় ও তৃতীয় পুরস্কার লাভ করেন হাজীগঞ্জ থানা।  

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাছান মানিক, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইনসহ সকল সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ আজাদ মজুমদার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও সরকারি-বেসরকারি ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়