বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৮

মেঘনা নদীতে বজ্রপাতে আবারো জেলে নিঁখোজ

মিজানুর রহমান
মেঘনা নদীতে বজ্রপাতে আবারো জেলে নিঁখোজ

চাঁদপুর সদরে মেঘনা নদীতে ইলিশ শিকার করার সময় বজ্রপাতে নুরু মোল্লা (৫০) নামে আরো এক জেলে নিঁখোজ রয়েছে।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর ছয়টার সময় সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানিয়রা জানিয়েছে।নিহত জেলের বাড়ি ওই ইউনিয়নে।সে শহীদ বেপারির মৎস্য আড়তের জেলে ছিলেন।

এলাকা সূত্রে জানা গেছে, নুরু মোল্লা তার দুই ছেলেকে সাথে নিয়ে নিজের নৌকায় নদীতে মাছ ধরছিল।ফজর নামাজের পর থেকে প্রচুর বৃষ্টি শুরু হয় সাথে বজ্রপাতও।হঠাৎ তার মাছ ধরা নৌকায় বজ্রপাত হলে নুরু মোল্লা নদীতে পড়ে যায়। এ সময় তার দুই ছেলে সামান্য আহত হলেও তাদের তেমন সমস্যা হয়নি।মাছ ধরার নৌকাটি ক্ষতিগ্রস্থ হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিঁখোজ জেলের লাশ পাওয়া যায়নি।বজ্রপাতের সাথে সাথে সে নদীতে তলিয়ে যায়।

এদিকে,গত ২৫ সেপ্টেম্বর রোববার

দুপুরে সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের আখনেরহাট এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে মনসুর হাওলাদার (৫০) নামের এক জেলে নৌকা থেকে পড়ে নিখোঁজ রয়েছেন।গত তিন দিনেও সেই জেলের লাশ পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় তার এক ভাই আলী আহম্মদ আহত হয়।তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাড়ি হানারচর হরিনাবাজার এলাকায়। দুইদিনের ব্যবধানে পৃথক বজ্রপাতে ২ জন জেলের মৃত্যু হল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়