সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ মে ২০২২, ১২:৫০

মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

কামরুজ্জামান টুটুল
মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক  জসিম উদ্দিন বেপারী (২৮)  বিদ্যুৎতায়িত হয়ে  হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তিনি নিজ বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন মাছের ঘেরে  বিদ্যুতায়িত হন জসিম উদ্দিন। দুই সন্তানের জনক জসিম একই গ্রামের প্রবাসী হারুনুর রশিদের ছেলে।

এ ঘটনায় সুজন (৩২) ও মহিন উদ্দিন (২০) নামের দুজন মারাত্বক দদ্ধ হয়। এরা জসিম উদিনকে উদ্ধার করতে গিয়ে আহত হয়।

স্থানীয় চালিয়াপাড়া গ্রামের জহিরুল ইসলাম জয় জানান, সকাল ১০ টার দিকে তিনি তার নিজের মাছের ঘেরে বিদ্যুৎতায়িত হন। এ সময় তাকেসহ অপর আহত দুই জনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জসিম উদ্দিনকে মৃত ঘোষনা করে চিকিৎসক। 

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ওমর ফারুক জানান, আমরা জসিমেক মৃত অবস্থায় পেয়েছি আর দগ্ধ দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ চাঁদপুর কন্ঠকে জানান,বিষয়টি ফরিদগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়