প্রকাশ : ১৬ মে ২০২২, ১৯:০৭
প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির, সেক্রেটারী রোটা. মনির হোসেন
মতলব রোটারী ক্লাবের ২০২২-২০২৩ রোটারী বর্ষের পূর্নাঙ্গ কমিটি গঠন

আন্তজার্তিক সেবা মূলক সংগঠন রোটারী ডিস্ট্রিক-৩২৮২ এর অন্তর্ভূক্ত মতলব রোটারী ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ক্লাব কার্যালয়ে আজ ১৬ মে বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
|আরো খবর
রোটারী ক্লাব অব মতলব এর প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির ও সেক্রেটারী রোটা. মনির হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিপি ও পিপি রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, আইপিপি রোটা. শ্যামল চন্দ্র দাস, পিপি- রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, পিপি রোটা. উপাধ্যক্ষ আফরোজা খাতুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. ইফতেখার উদ্দিন কাদরী, ভাইস প্রেসিডেন্ট রোটা. নুসরাত জাহান মিথেন, জয়েন্ট সেক্রেটারী রোটা. উত্তম কুমার ঘোষ, ট্রেজারার রোটা. নূর-ই-আলম, সার্জেন্ট এট আর্মস রোটা. হেদায়েত উল্লাহ, ডিরেক্টর- ক্লাব এডমিনিসট্রেশন ডিরেক্টর রোটা. মুহিবুর রহমান সাদাত, পাবলিক রিলেশন ডিরেক্টর রোটা. মোসাঃ ফারহানা আক্তার রুমা, ইউথ সার্ভিস ডিরেক্টর রোটা. আজিজুল হক, ক্লাব সার্ভিস প্রজেক্ট ডিরেক্টর রোটা. এমএ আজিজ বাবুল, কমিউনিটি সার্ভিস রোটা. কামাল হোসেন, ক্লাব ট্রেইনার রোটা. আফরোজা খাতুন, বুলেটিন এডিটর- রোটা. সজল ঘোষ, সদস্য রোটা. সাইফুল ইসলাম মোহন, রোটা. আনিসুর রহমান শাহীন ভূইয়া।
এ কমিটি আগামী ১ জুলাই’২২ অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন।
ক্লাবের প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির ক্লাবকে গতিশীল করার লক্ষ্যে তাঁর এ দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।