মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ মে ২০২২, ২১:০৪

কচুয়ায় প্রবীণ আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিনের ইন্তেকাল

ফরহাদ চৌধুরী
কচুয়ায় প্রবীণ আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিনের ইন্তেকাল

চাঁদপুর পল্লীবিদ্যুত সমিতি-১ এর সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকার পিতা হাজী মোসলেম উদ্দিন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বুধবার ৪মে সকাল সাড়ে ৯টার সময় কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে মরহুমের স্ত্রী, ২পুত্র, ১কন্যা ও বহ আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে যান।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এম,পি। এছাড়াও শোক প্রকাশ করেছেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

মরহুমের জানাজার ইমমতি করেন,হাফেজ মুজিবুল হক ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন,হাফেজ মেছবাহুল ইসলাম লতিফি। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের বড় পুত্র তৌহিদুল ইসলাম খোকা সকলের নিকট পিতার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়