রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২১:২৭

মতলব উত্তরে বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুর রহিম বেপারীর ইন্তেকাল

বাবুল মুফতি।।
মতলব উত্তরে বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুর রহিম বেপারীর ইন্তেকাল

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম বেপারী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। শনিবার (১ নভেম্বর ২০২৫) রাত ৩টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুর রহিম বেপারী ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের মরহুম ফজলুল করিমের পুত্র। পরবর্তীতে তিনি রুহিতারপার এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজাশেষে ঘনিয়ারপাড় কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজের আগে মরহুমের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সমাজসেবক নূরুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা এমএ করিম (মরহুমের বড়ো ভাই), আব্দুল ওয়াদুদ মাস্টার এবং একমাত্র ছেলে রাকিবুল ইসলাম।

জানাজায় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ও মজিবুর রহমান, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সদস্য ফয়েজ মেম্বার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, যুবদল নেতা রহিমউদ্দিন মোল্লাসহ এলাকার অসংখ্য মুসল্লি।

আব্দুর রহিম বেপারীর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়