মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ মে ২০২২, ১২:২২

ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার
ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

চাঁদপুরে নদীতে গোসলের সময় লাফালাফি করতে গিয়ে তানজিদ (১৭) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। ৩০ এপ্রিল শনিবার দুপুরে কয়লাঘাট (পুরাতন লঞ্চঘাট) এলাকার ডাকাতিয়া নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ তানজিদের পিতার নাম জসিম। তার মা বাসা বাড়িতে কাজ করে দিনাতিপাত করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার রবিউল আলম আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘন্টা উদ্ধার অভিযান চালাই। তবে ওই ছেলেটিকে প্রচন্ড স্রোত তলিয়ে নিয়ে যাওয়ায় তাকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি ওই ছেলেটি গোসলের উদ্দেশ্যে ডাকাতিয়া নদীতে যায়। সেখানে জাহাজ থেকে নদীতে লাফালাফি করে। পরে সাঁতার কাটার এক পর্যায়ে সে নদীর প্রচন্ড স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়