মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ২২:৫৯

এসএম ডেভলোপা‌রের ইফতার ও দোয়া

গোলাম মোস্তফা
এসএম ডেভলোপা‌রের ইফতার ও  দোয়া

প‌বিত্র মা‌হে রমজা‌নের ২৪তম দি‌নে চাঁদপুরে এস এম ডেভোলোপা‌রের আ‌য়োজ‌নে শহ‌রের রেড চি‌লি চাই‌নিজ রেস্টুরেন্টে ইফতার দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়।

২৬ এ‌প্রিল বুধবার সন্ধ‌্যায় উক্ত ইফতা‌র অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চাঁপেুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র অ্যাডঃ মোঃ হেলাল হোসাইন, জেলা স্বেচ্ছা সেবক লী‌গের সাধারণ সম্পাদক ফের‌দৌস মোর‌শেদ জু‌য়েল, এস এম ডেভোলপা‌রের চেয়ারম‌্যান আব্দুল ম‌তিন কাজ‌ী, ম্যানে‌জিং ডাই‌রেক্টর আমজাদ হো‌সেন সোহাগ, ডাই‌রেক্টর জয়নাল আ‌বেদীন সোহেল, চাঁদপুর পৌরসভার সা‌বেক প‌্যা‌নেল মেয়র মোঃ হুমায়ূন ক‌বির খান, জেলা স্বেচ্ছা সেবক লী‌গের দপ্তর সম্পাদক রন‌জিৎ সাহা মুন্না. ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ আনামসহ নেতৃবৃন্দ।

ইফতার মাহ‌ফি‌লে দোয়া ও মোনাজত প‌রিচালনা ক‌রেন মাওলানা মাহাবুব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়