সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ২০:৫৭

শাহরাস্তিতে অটোরিকশা উল্টে শিশু নিহত : আহত ৩

মো: মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে অটোরিকশা উল্টে শিশু নিহত : আহত ৩

শাহরাস্তিতে অটোরিকশা উল্টে ৫ বছর বয়সী শিশু তানিশা নিহত হয়েছে এ দূর্ঘটনায় অটোরিকশার ৩ যাত্রি আহত হয়েছে। বিকেল সাড়ে চারটায় উপজেলার সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ১৬ এপ্রিল সকালে দেবীপুর গ্রামের তারেকের স্ত্রী রিয়া আক্তার তার শিশু সন্তান তানিশাকে নিয়ে বাবার বাড়ি টামটা সাদের বাড়িতে আসেন। পারিবারিক কাজ শেষে বিকেলে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ার সময় দূর্ঘটনায় কবলিত হন। দূর্ঘটনার পর স্হানীয়রা তানিশাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অন্তঃসত্ত্বা রিয়া ও উপজেলা কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন জনির মা আহত হন। দূর্ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়