মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৯:১১

১৭ মে শাহরাস্তি ক্রিকেট একাডেমীর ক্রিকেটারদের নিয়ে ট্যালেন্ট হান্ট

চৌধুরী ইয়াসিন ইকরাম
১৭ মে শাহরাস্তি ক্রিকেট একাডেমীর ক্রিকেটারদের নিয়ে ট্যালেন্ট হান্ট

আগামী ১৭ মে ২০২৫ (শনিবার) শাহরাস্তি ক্রিকেট একাডেমীর আয়োজনে শাহরাস্তি সূচীপড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিয়ে ট্যালেন্ট হান্ট কর্মসূচি। তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের স্বপ্ন পূরণের লক্ষ্যেই এ আয়োজন। ১২ থেকে ২১ বছর বয়সী ক্রিকেটাররা এ কর্মসূচিতে অংশ নিতে পারবে।

ট্যালেন্ট হান্ট কমসূচিতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ডিভিশনের হেড কোচসহ জেলার বিভিন্ন ক্যাটাগরির কোচ ও ট্রেইনাররা। সেখান থেকে সেরা ২০ জন ক্রিকেটারকে নিয়ে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী বয়সভিত্তিক দল গঠন করা হবে এবং ঢাকার বিভিন্ন লীগে খেলার সুযোগ করে দেয়া হবে একাডেমীর মাধ্যমে।

এ একাডেমী থেকে চলতি মাসের শেষ সপ্তাহে একাডেমীর সকল ক্রিকেটারকে নিয়ে একদিনের একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেই ক্যাম্পে উপস্থিত থাকবেন ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হাসান সামি।

শাহরাস্তি ক্রিকেট একাডেমী থেকে উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটার সৃষ্টির লক্ষ্যে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টসহ গত কয়েক বছর ধরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে নিয়মিতভাবে। একাডেমীর প্রতিষ্ঠাতা ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুসহ স্থানীয় কয়েকজন ক্রিকেটার ও একাডেমীর উপদেষ্টাদের সহযোগিতায় এসব ক্রিকেট টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছেন।

শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠুর নিকট ট্যালেন্ট হান্ট কর্মসূচি সম্পর্কে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, এর মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে যে সকল ক্রিকেটার স্বপ্ন দেখেন জাতীয় পর্যায়ের ক্রিকেটার হওয়ার, তাদের সে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়া। আর এ কর্মসূচির মাধ্যমে শাহরাস্তি উপজেলা এবং এর আশেপাশের উপজেলা থেকে ভালো মানের ক্রিকেটার বের করে নিয়ে আসা এবং তাদেরকে অল্প সময়ের মধ্যে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করে জেলা বয়সভিত্তিক দল এবং ঢাকার বিভিন্ন লীগে সুযোগ করে দেয়া।

গত বছর এই ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে ২১ জন প্রতিভাবান ক্রিকেটার পেয়েছিলাম আমরা। তাদের মধ্যে বেশ কিছু ক্রিকেটার জেলার হয়ে বয়সভিত্তিক দলে খেলছেন এবং ঢাকা কোয়ালিফাইং ক্রিকেট লীগে খেলেছেন নিয়মিতভাবে।

আমাদের জেলার ক্রিকেট কোচসহ ঢাকা থেকে অনেক ভালো মানের কোচ একাডেমিতে আসেন এবং খেলোয়াড়কে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে থাকেন। আমাদের একাডেমী থেকে আয়োজন করা টুর্নামেন্টগুলোতে এসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, সাইফুদ্দিনসহ অনেক জাতীয় ক্রিকেটার, বিশ্লেষক ও ধারাভাষ্যকার। আগামীতে আমাদের একাডেমীতে বিভিন্ন সময়ে আসার সম্ভাবনা রয়েছে বর্তমান জাতীয় ক্রিকেট দলের মিরাজ ভাইসহ অনেক ক্রিকেটার।

চলতি মাস থেকে সব সময় প্রতি মাসে দুটি করে ক্যাম্প অনুষ্ঠিত হবে একাডেমীতে। তিনদিনের সে ক্যাম্পে উপস্থিত থাকবেন ঢাকা থেকে আগত অনেক ভালো মানের কোচ এবং জেলা কোচ। আমাদের একাডেমীর মূল লক্ষ্য হচ্ছে আগামী দু বছরের মধ্যে বয়সভিত্তিক ন্যাশনাল টিমে শাহরাস্তি থেকে ক্রিকেটার বের করে দেওয়া।

শাহরাস্তি ক্রিকেট একাডেমীর ট্যালেন্ট হান্ট নিয়ে জেলার সিনিয়র ক্রিকেটার ও কয়েকজন ক্রিকেট কোচের সাথে আলাপকালে তারা জানান, মিঠু ক্রিকেটের প্রতি অনেক আন্তরিক। শাহরাস্তি উপজেলাসহ জেলার ক্রিকেটাররা যাতে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার সুযোগ পায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। জেলাতে চাঁদপুর স্টেডিয়ামের মাঠ দখল করে অনেকেই একাডেমী বানিয়ে নিজে এবং গুটিকয়েকজন আর্থিকভাবে লাভবান হচ্ছেন। জেলা ক্রীড়া সংস্থার জায়গা দখল করে আউটার স্টেডিয়ামের অনেকাংশ ব্যক্তিগতভাবে একাডেমীর নামে দখল করে রাখলে মাঠে নিয়মিত খেলাধুলা হোক সেই ব্যাপারে তাদের আগ্রহ নেই সেটা বোঝা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়