মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ২০:৫৮

মরহুম আশেক আলী চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মরহুম আশেক আলী চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

শাহরাস্তির বৃহত্তর টামটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আশেক আলী স্মৃতি সংসদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর শুক্রবার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আশেক আলী সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের মোট ০৮টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় লাল দল একাদশ ৩-১ গোলের ব্যবধানে সবুজ দল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সরকারেে বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোঃ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, পেরুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন তালুকদার, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জনাব মুকবুল চৌধুরী।  এছাড়া ও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা জসিম, গাজী আহসান, আলমঙ্গীর কবির পলাশ, সবেক ছাত্রনেতা হোসেন মীর, নেছার পাটওয়ারী,  জেল ছাত্রলীগ নেতা, স্কেন্দার মিয়া সুমন, শরীফ, বাবলা, ওমর ফারুক সুমন, সুমন মিয়াজী, সুজন,রাসেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

 

আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের এর সঞ্চালনে অনুষ্ঠানের সভাপ্রধানের দায়িত্ব পালন করেন, টামটা উঃ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী।

উল্লেখ্য  ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার সকালে শাহরাস্তি উপজেলা সূচিপাড়া উত্তর ইউনিয়ন দৈকামতা বায়তুল ফালাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারেে বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোঃ হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়