রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ২০:১৭

হাইমচরে শেখ রাসেল মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাইমচরে শেখ রাসেল মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি

হাইমচরে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাদামতলী সামাজিক সংগঠনের আয়োজনে মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেলকার বাড়ি সিক্স স্টারকে হারিয়ে বয়েজ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

২৭ আগস্ট ২০২২ শনিবার বিকেলে হাইমচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মোঃ ফয়েজ তপাদাদারের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল মতিন মুন্সি, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন সবুজ প্রমূখ।

দির্ঘ ১মাস চলে আসা শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১ঘন্টা ব্যাপী শক্তিশালী দুটি দলের দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচের ৩০ মিনিটের মাথায় হাফ টাইম ও ৬০ মিনিটে রেফারির চুড়ান্ত বাঁশি বেজে ওঠে। হাজারো দর্শকের উপস্থিতি ফাইনাল খেলাটি আরও বেশি উপভোগ্য করে তুলেছে।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি, ম্যান অফ দ্যা ম্যাচ সহ সকল খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। জমকালো মনোমুগ্ধকর আয়োজনে সম্পূর্ণ টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমীদের মনের খোরাক হিসেবে গৃহীত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়