প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৪৫
ফরিদগঞ্জে এম এ হান্নানের পক্ষে গণমিছিল শেষে বক্তারা
১২ ফেব্রুয়ারি চিংড়ি প্রতীকে ভোটের বন্যা বয়ে যাবে

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের প্রতীক 'চিংড়ি’র পক্ষে বড়ো ধরনের গণমিছিল করেছেন তার নেতাকর্মী ও সমর্থকরা। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে পরে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিউল বাশার মুকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও এম এ হান্নানের পুত্র আব্দুল্ল্যাহ ইবনে হান্নান।
|আরো খবর
বক্তারা বলেন, দল ভুল করলেও ফরিদগঞ্জ উপজেলাবাসী কখনো ভুল করবে না। যার ছোট্ট প্রমাণ আজকে প্রচারণার প্রথম দিনের গণমিছিল। হান্নান সাহেবের জন্যে মানুষকে ডেকে আনতে হয় না। তাঁর প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশের ক্ষুদ্র চেষ্টা এটি। আমরা এতোদিন দল তথা বিএনপির নেতৃত্বের বোধোদয় হবে এবং মনোনয়নের ক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে শেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম। আমরা কখনো বিএনপির বিপক্ষে নই। কিন্তু দল ভুল করলে আমাদের কী করার আছে। আজ থেকে আর পেছনে ফিরে তাকাবার সময় নেই। এখন ভোটের লড়াই শুরু হলো। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চিংড়ির পক্ষে ভোটের বন্যা বয়ে যাবে। যতো পারেন বহিষ্কার করেন, আমরা সে সবের দিকে তাকাই না। আমরা ভোটের লড়াইয়ে নেমেছি, ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবো।
ছবির ক্যাপসন
বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের পক্ষে গণমিছিল।







