শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০০:৫৮

গণভোটের বিষয়ে ধারণা নেই চাঁদপুরের অধিকাংশ ভোটারের

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
গণভোটের বিষয়ে ধারণা নেই চাঁদপুরের অধিকাংশ ভোটারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এর জন্যে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলস্বতন্ত্র প্রার্থীরা। কিন্তু একইদিনে গুরুত্বপূর্ণ গণভোট সম্পর্কে তেমন প্রচার নেই। চাঁদপুর শহরের জনগুরুত্বপূর্ণ একটি স্থানে শতাধিক লোকের সাথে কথা বলে এমন তথ্য জানা গেলো। নারী-পুরুষ অধিকাংশ ভোটার-ই জানেন না গণভোট কী। তবে একজন সংসদ সদস্য প্রার্থী-কে ওই এলাকায় গণভোট সম্পর্কে ক্যাম্পেইন করতে দেখা গেছে।

IMG-20260109-WA0226

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড-এ ঘুরতে আসা দর্শনার্থী, ব্যবসায়ী, শ্রমিক, নৌকার মাঝি, বিভিন্ন বাহনের যাত্রীদের সাথে কথা বলে জানা গেলো, হ্যাঁ এবং না ভোট সম্পর্কে তাদের অনেকেরই ধারণা নেই। কারণ, গতানুগতিক ভোটাররা একদিনে একভোটে অভ্যস্ত। কিন্তু একইদিনে দু ধরনের কাগজে দু ধরনের ভোট বিষয়ে তাদের ধারণা নেই।

খোঁজ নিয়ে এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সাথে কথা বলে জানা গেছে, হ্যাঁ এবং না ভোট অর্থাৎ গণভোট নিয়ে চাঁদপুরে এখনো ক্যাম্পেইনে নামেনি কেউ। এর কারণ হিসেবে অনেকে বললেন দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, খুন, গুম-এর বিষয়ে কোনো প্রচার নেই। তারা এই নির্বাচনকেও লুটের নির্বাচন হিসেবে চিহ্নিত করতে চায়। যে কারণে একটি পক্ষ গণভোটের প্রচার করতে চায় না।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের একজন প্রার্থীর সাথে কথা হয় এ বিষয়ে। তিনি বলেন, আমি নিজেই উদ্যোগ নিয়ে গণভোট সম্পর্কে লোকজনের সাথে কথা বলতে শুরু করেছি। তবে বুঝিয়ে বলতে পারলে সাধারণ ভোটার গণভোট সম্পর্কে খুব কম সময়ে ধারণা পাচ্ছে। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে যুক্ত সকল অংশীজন-কে কাজ করতে হবে। বিশেষ করে প্রচারণার বিকল্প নেই। আর না হয় সরকার ও নির্বাচন কমিশনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে টানাটানি শুরু হবে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশন থেকে কিছুটা প্রচারণা শুরু হয়েছে। সেখানে বলা হয়েছে, 'গণমানুষের গণভোট গণতন্ত্রের পক্ষে হোকসংস্কার ও পরিবর্তনের জন্যে হ্যাঁ/না ভোট দিন গণভোটের গোলাপি ব্যালটে'।

ওই প্রচারণায় আরো উল্লেখ করা হয়, 'এক ব্যালটে দিবো প্রার্থীকে ভোট, অন্য ব্যালটে হবে গণভোটসাদা ব্যালটে হবে প্রার্থীর ভোট। গোলাপি ব্যালটে দিবো গণভোট'।

সূত্র : জনকণ্ঠ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়