বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ২২:২১

হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালি

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জে বিজয় র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে হাজীগঞ্জ বাজারে বিজয় র‍্যালিশেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাও. আবুল হোসাইন।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে বিজয় র‌্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ রাফা টাওয়ারের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান।

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ এই শ্লোগানে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. কলিম উল্যাহ্ ভূঁইয়ার সভাপ্রধানে ও পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসানাত পাটওয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান, বড়কুল পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাও. শরিফ হোসাইন, সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, কাজী শরীফুল ইসলাম ও আরাফাত হোসেন মিয়াজী।

এছাড়া পৌর জামায়াতের নায়েবে আমীর মাও. মো. কবির হোসাইন, সেক্রেটারী মো. সফিকুর রহমান মজুমদার, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়