সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১:৪১

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি।।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর ও করিডোর বিদেশিদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে শহরের পালবাজার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও বাসদ নেতা কমরেড জিএম বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক কমরেড দীপালি রাণী দাস, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা বাসদ নেতা কমরেড আজিজুর রহমান।

নেতৃবৃন্দ বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্যে পূর্বেকার সরকারগুলোর মতোই ইউনুস সরকার সাম্রাজ্যবাদীদের প্রতি নতজানু নীতি গ্রহণ করছেন। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিতে সিদ্ধান্ত নিয়েছেন, যা এ দেশের জনগণের সাথে ধৃষ্টতা, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এহেন সিদ্ধান্ত কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। অবিলম্বে এ লীজ বাতিল করতে হবে এবং মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে। অন্যথায় বামপন্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়