রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১:৩৭

চাঁদপুর শহরের শপিং মলগুলোতে কাস্তে মার্কার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুর শহরের শপিং মলগুলোতে কাস্তে মার্কার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, শিক্ষক আন্দোলনের নেতা, লেখক ও সাংস্কৃতিক সংগঠক, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন। রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন শপিং মলে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি দুঃশাসন হটিয়ে কমিউনিস্ট পার্টি আন্দোলন সংগ্রাম করে আসছে। কমিউনিস্ট পার্টি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অন্যতম নেতৃত্বের জায়গায় ছিলো । মুক্তিযুদ্ধের ৫৪ বছর গত হয়েছে। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, অর্থনৈতিক মুক্তি আসেনি। তাই দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে অবিচল আছে এ পার্টি। মানুষের ভাগ্যের উন্নয়ন করতে সংগ্রাম অব্যাহত আছে। তাই মানুষের জানমালের নিরাপত্তার জন্যে বামপন্থী সরকার গড়ে তুলুন। জাতীয়-আন্তর্জাতিক ইস্যুতে কমিউনিস্টরা সরব। তাই চট্টগ্রাম বন্দর বিদেশীদের দেয়ার প্রতিবাদে বামপন্থীরা এখনও রাজপথে মরণপণ লড়াই করছে। সরকার গোপনে চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে লীজ দিয়ে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে। এ লীজ বাতিল করতে এবং চট্টগ্রাম বন্দর ও সার্বভৌমত্ব রক্ষার্থে কাস্তে মার্কায় ভোট দিন। এদিকে আবার মানুষের জানমালের নিরাপত্তা হুমকিতে রয়েছে। দেশের ইতিহাস-সংস্কৃতির ওপর উগ্র মৌলবাদীদের আঘাত চলছে। দেশকে রক্ষা করতে হলে বামপন্থী সরকারের বিকল্প নেই। সে কারণে কাস্তে মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বৈষম্যবিরোধী সমাজ গড়ে তুলতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, নির্বাচিত হলে চাঁদপুর সদর ও হাইমচরকে শিল্পভিত্তিক নগরী হিসেবে গড়ে তোলা হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি হাইমচরের চরাঞ্চলবাসীর জন্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন।

গণসংযোগকালে কাস্তে মার্কার প্রার্থীর সাথে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শ্রমিক নেতা চন্দ্র শেখর মজুমদার, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আহমেদ, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, কমিউনিস্ট পার্টির কর্মী মো. রফিক পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়