বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৯:৫৩

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় মিলাদ ও দোয়া

এ মনোনয়ন আমার নয়, এ মনোনয়ন চাঁদপুরবাসীর

শেখ ফরিদ আহমেদ মানিক

অনলাইন ডেস্ক
এ মনোনয়ন আমার নয়, এ মনোনয়ন চাঁদপুরবাসীর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৩ ( চাঁদপুর-হাইমচর) আসনে ধানের শীষের প্রাথী হিসেবে মনোনয়ন দেয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায়ের লক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন সংসদ সদস্য প্রাথী শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : ইয়াসিন ইকরাম

বিএনপি থেকে চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিককে মনোনয়ন দেয়ায় শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায়ের লক্ষ্যে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের মুনীরা ভবনে এ মিলাদ ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌরসভা ও হাইমচর উপজেলা বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

মিলাদ ও দোয়ার পূর্বে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে আল্লাহ তায়ালার কাছে শোকরিয়া আদায় করে বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ মনোনয়ন আপনাদের সকলের। এ মনোনেয়ন মানিকের নয়, এ মনোনয়ন চাঁদপুরবাসীর।

তিনি আরে বলেন, জিয়াউর রহমানের আদর্শকে আমাদের ধারণ ও লালন করতে হবে। হাইমচর বাদ দিয়ে চাঁদপুর সদর ও পৌরসভায় ৪ লক্ষ ১৫ হাজার ভোট। জয়-পরাজয় আপনাদের হাতে। আজ থেকে চূড়ান্ত প্রচারণা শুরু। আমাদের লক্ষ্য একটাই ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, কেউ ফাঁকি দিবেন না, তা না হলে আমরা চূড়ান্ত ফসল ঘরে তুলতে পারবো না। সবাই মাঠে এখনও নামেন নি, মাত্র আড়াই বা তিন হাজার নেতা-কর্মী মাঠে রয়েছে। সকলকে মাঠে নামতে হবে। জনগণ বিভ্রান্ত হয় এমন কাজ করা যাবে না। আপনাদের আমি ভুলবো না। মনোনেয়ন চাওয়ার অধিকার সবার রয়েছে। চাঁদপুরে যোগ্য ব্যক্তিরাই ধানের শীষের জন্যে মনোনয়ন চেয়েছেন। যারা মনোনয়ন পাননি, তাদের সকলকে নিয়ে আমরা কাজ করবো। আপনাদের সাথে আমি জীবনের শেষটুকু সময় পর্যন্ত থাকতে চাই।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আ. হামিদ মাস্টার, বর্তমান কমিটির সহ-সভাপতি জসিম উদ্দীন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়