মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২১:৫৮

জেলা বিএনপির সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক
জেলা বিএনপির সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া

চাঁদপুরের পাঁচটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করায় মহান রাব্বুল আলামিনের নিকট শোকরিয়া আদায় করে ধানের শীষের প্রার্থীর পক্ষে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আল্লাহর শোকরিয়া, যাঁরা দলের মনোনয়ন পেয়েছেন, তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপি মনোনীত প্রার্থীদের জন্যে চাঁদপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চাই।

তিনি বলেন, আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে চাঁদপুর জেলা বিএনপি ঐক্যবদ্ধ।

তিনি বলেন, মনোনয়ন যাঁরা পাননি তাঁরাও ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, দল যাঁদের মনোনীত করেছে, তাঁদের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। তাঁরা ধানের শীষকে বিজয়ী করতে গণতান্ত্রিক ধারা ও দলীয় ঐক্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

অ্যাড. সেলিম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়নবঞ্চিতরা একযোগে কাজ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়