প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৮:৩০
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে যুব সমাবেশে ইঞ্জিনিয়ার মমিনুল হক
জামায়াতের প্রার্থী যদি বেহেশতের নিশ্চয়তা দিতে পারেন, প্রার্থিতা প্রত্যাহার করবো

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (২ নভেম্বর ২০২৫) বিকেল চারটা থেকে শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শাহরাস্তি উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সভাপতিত্বে যুব সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রশাসনকে সর্তক করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমরা আপনাদের যদি পাহারা না দিতাম তাহলে আপনাদের অবস্থা বাংলাদেশের অন্যান্য এলাকার মতো হতে পারতো। কিন্তু শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় এমন ঘটনা ঘটতে দেওয়া হয়নি। এ সময় তিনি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদেশ্য করে বলেন, আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, আপনিও আইনের ঊর্ধ্বে নন। এখানে বিএনপির উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র ছিলো, কিন্তু যাদের বাড়ির ঠিকানা নেই, তাদের দিয়ে মিটিং করাবেন আর বরাদ্দ দেবেন, বিএনপি আপনার দিকে তাকিয়ে থাকবে তা অসম্ভব। ভবিষ্যতে তা হবে না। আপনি সাবধানতা অবলম্বন করবেন।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়, যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত স্বীকার করে না, তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে থাকে, এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। চাঁদপুর-৫ আসনে জামায়াতের প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি আমাকে বেহেশতের নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেবো।যুব সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুল হক মজুমদার (সোহেল) ও উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও উপজেলা ছাত্রদলের সদস্য আজগর হোসেন। এছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।








