প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৫
ফরিদগঞ্জে তিন যুবদল নেতার মৃত্যুবার্ষিকী পালন
কবর জিয়ারত করলেন সাবেক এমপি লায়ন হারুন

প্রবীর চক্রবর্তী।।
|আরো খবর
২০১৩ সালের ২৫ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলায় তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আহূত মিছিল-সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের সময় ছোড়া গুলিতে নিহত হন তিন যুবদল নেতা। এরা হলেন : পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব গাজীপুর তিনকড়ি বেপারী বাড়ির আ. মতিন বেপারী ও তফুরেরনেছা দম্পতির ছোট ছেলে জাহাঙ্গীর বেপারী, রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের মো. আব্দুল আলিম ও হাজেরা বেগমের ছেলে আরিফ হোসেন এবং একই ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুর রহিম ও সফুরা বেগমের ছেলে বাবুল ভূঁইয়া।
এদিকে তিন যুবদল নেতার দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দুপুরে এ যুবদল নেতাদের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
এ সময় তাঁর সাথে নিহত যুবদল নেতার পরিবারের সদস্যরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপিস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল কোম্পানী, সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, পৌর বিএনপি নেতা গোলি বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান , রূপসা উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, মশিউর রহমান রিপনসহ বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।








