প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২০:৩৫
এহসানুল হক মিলন, ইঞ্জি. মমিন, সফরী ও আজম খান জেলা বিএনপির সাধারণ সভায় আসেননি
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার (৪ অক্টোবর ২০২৫)। এটি বর্তমান কমিটির তৃতীয় সাধারণ সভা। কার্যকরী কমিটির ১৫১ ও উপদেষ্টা কমিটির ২৫ জন সদস্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ১৪৩ জন।
|আরো খবর
কচুয়ার ড. আ ন ম এহসানুল হক মিলন, হাজীগঞ্জের ইঞ্জিনিয়ার মমিনুল হক, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকন, চাঁদপুর সদরের মোস্তফা খান সফরী ও আজম খান এ সভায় আসেননি। কমিটির ২৫ জন উপদেষ্টা সদস্যের মধ্যে সভায় ৯জন উপস্থিত ছিলেন না। জেলা বিএনপি সূত্রে এ তথ্য জানা যায়।