শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২২:১৩

হাজীগঞ্জে জামায়াতের নেতা-কর্মীদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
হাজীগঞ্জে জামায়াতের নেতা-কর্মীদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফেসবুকে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে হাজীগঞ্জে জামায়াত নেতা-কর্মীদের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া। এ ঘটনায় জামায়াতের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ ক’জনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ হামলা হয়।

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক থেকে অসাবধানতাবশত একটি ছবি শেয়ার হয়েছিল। পরে বিষয়টি জানার পর সেটি মুছে দেয়া হয়। ঐ মোবাইল বাচ্চারাও ব্যবহার করে, তারাও শেয়ার করে থাকতে পারে। ইউনিয়ন আমীর এজন্যে ফেসবুকে দুঃখ প্রকাশ করেন এবং শুক্রবার সকালে বসে বিষয়টি মীমাংসার কথা ছিলো। কিন্তু তার আগেই জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আহতদের মধ্যে রয়েছেন পালিশারা গ্রামের জামায়াতের আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদুপর গ্রামের জামায়াতের আমির আনোয়ার হোসেন, সাবেক আমির আবদুল মোতালেব, কর্মী শরীফ, সাদ্দাম, মনু, রাশেদ ও রাজু। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। ফেসবুকে ‘যা ঘটেছে, তার জন্য ইউনিয়ন সভাপতি ক্ষমা ও দুঃখ প্রকাশ করার পরও এ হামলা করা অত্যন্ত দুঃখজনক’। ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়ন আমীর মাওলানা ইলিয়াস হোসেনের রুকনিয়াত ৩ মাসের জন্যে মুলতবি করা হয়েছে। একই সাথে তাকে ইউনিয়ন আমীরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিযাজী জানিয়েছেন,

ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়ন আমির মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ ৩ মাসের জন্যে মুলতবি করা হয়েছে। একই সাথে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যহতি দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়