সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৭

হাইমচরে বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার গণসংযোগে অ্যাড. শাহজাহান মিয়া

একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো

হাইমচর জনতা বাজার, কালা চৌকিদারের মোড় ও সাবু গাজী মোড় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে তিনি জনতা বাজার, কালা চৌকিদারের মোড় ও সাবু গাজী মোড় সহ বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় তিনি বলেন, “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এ অঞ্চলের জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের পাশাপাশি শিক্ষার প্রসার, তরুণদের কর্মসংস্থান, সড়ক-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কাজ করবো।”

তিনি আরও বলেন, “জনগণের বিশ্বাসই আমার শক্তি। আমি জনগণের সেবা করার জন্যে রাজনীতি করি, ক্ষমতার জন্যে নয়। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর সেক্রেটারী মো. জসিম উদ্দিন বাহার, উপজেলা প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আলী আকবর, ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারী আবু হানিফ মাস্টার, ৮ নং ওয়ার্ড সেক্রেটারী মো. এনায়েত উল্লাহ, ৯ নং ওয়ার্ড সভাপতি মাসুম বিল্লাহ, ইউনিট সেক্রেটারী শাহিন আলম, ৪ নং ওয়ার্ড সেক্রেটারী মো. শাহাজানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়