বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫  |  
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৫

নিউ ইয়র্কে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মশাল মিছিল

এমএ গাফফার
নিউ ইয়র্কে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মশাল মিছিল

নিউইয়র্কে এনসিপি'র নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে চাঁদপুর জেলা এনসিপি নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় মুখ্য সংগঠক ডা. তাসনিম জারা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন, এনসিপি সমন্বয়ক তামিম হোসেনসহ নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়