প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:৪২
১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় পাটওয়ারীকে শোকজ

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারীকে শোকজ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট, ২০২৫) চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়েছে।
নোটিসে লিখা হয়,
সংগঠনের শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রতীয়মান হওয়ায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না আগামী ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের নিকট সশরীরে উপস্থিতি হয়ে লিখিত জবাব প্রদানের জন্যে নির্দেশিত হয়ে অত্র নোটিস প্রেরণ করা হলো।