বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৯:৩৮

কোম্পানীগঞ্জে একই স্থানে বিএনপির দু গ্রুপের কর্মসূচি, সড়ক অবরোধ, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি।।
কোম্পানীগঞ্জে একই স্থানে বিএনপির দু গ্রুপের কর্মসূচি, সড়ক অবরোধ, আহত ৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে একই স্থানে বিএনপির দু গ্রুপ পৃথক পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে। এতে এক যুবদল নেতাসহ ৪জন আহত হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার চর চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্থানীয় যুবদল নেতা মো. রুবেল (২৮), স্বেচ্ছাসেবকদল নেতা মো. বারেক (৩০) যুবদল কর্মি মো. সুমন (৩৪) ও খাইরি বেগম (৩৮)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ড ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ডাকে বিএনপির একাংশের নেতাকর্মীরা। পরে একই স্থানে চরএলাহী ইউনিয়ন বিএনপির ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজ অনুসারীরা বিএনপি নেতা সাহাব উদ্দিনকে হত্যা চেষ্টার প্রতিবাদে একই স্থানে মিছিলের কর্মসূচি ঘোষণা দেয়। এতে দু পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিক্ষুব্ধ লোকজন কিছু সময় চরএলাহী বাজার-চাপরাশিরহাট সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।

বিএনপি নেতা ইসমাইল হোসেন তোতা অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পিতভাবে কিছু বিএনপি নেতার যোগসাজশে নির্মমভাবে চরএলাহী বাজারে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের যোগসাজশে আমাদের পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা চালানো হয়। মিথ্যা ধর্ষণ মামলায় আমার ছোট ভাই ইব্রাহীম তোতাকে ফাঁসানো হয়। এছাড়াও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। সকল মিথ্যাচারের প্রতিবাদে চরএলাহী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। ওই সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় এক যুবদল নেতাসহ ৪জন আহত হয়।

চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ মেম্বারের একাধিক অনুসারী অভিযোগ করে বলেন, আজকে আমাদের কোনো কর্মসূচি ছিল না। দখল-চাঁদাবাজির প্রতিবাদ করায় গত রোববার সাহাব উদ্দিন (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যার চেষ্টা করে ইব্রাহীম তোতা। এ ঘটনায় একটি মামলা করা হয়। আজ ওই মামলার আসামিদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখিয়ে দিকে গেলে ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের বলেন, ঘাট নিয়ে তোতা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আগে ঘাট রাজ্জাক চেয়ারম্যান খেত এখন তোতার ছেলেরা খাচ্ছে। দুইজন বিএনপি নেতা তাদের প্রশ্রয় দিচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে এ বিষয়ে জানাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়