প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৪:৩৮
জুলাই গণঅভ্যুত্থান দিবসে
ফরিদগঞ্জে জামায়াত ইসলামীর গণমিছিল সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা কফিল উদ্দিন, পৌর জামাতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, চাঁদপুর শহর জামাতের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ।
|আরো খবর
সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ এদেশের মানুষের মুক্তির জন্যে কাজ করছে। লক্ষ কোটি মানুষ এই প্রিয় দলকে ভালবাসে। তাই পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামীলীগ বারংবার আমাদের নিঃশেষ করে দিতে চেয়েছে। গণঅভ্যুত্থানের পূর্ব মূহূৃর্তে নিষিদ্ধও করেছিলো। কিন্তু উল্টো তারাই এখন নিষিদ্ধ, কারণ ফ্যাসিবাদীরা কখনো কাউকে দাবিয়ে রাখতে পারে না। যার বড়ো প্রমাণ জামায়াতে ইসলামী। বিগত দেড় যুগ আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী নিপীড়ন নির্যাতন সহ্য করে গেছে, ফাঁসির কাষ্ঠেও উঠেছে, কিন্তু দমাতে পারেনি। তাই সকলকে জুলাই অভ্যুত্থানের কথা মনে করিয়ে বলে দিতে চাই, জামায়াতে ইসলামী ইসলামী মূল্যবোধের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্র নির্মাণে সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজীর নেতৃত্বে আমরা এক ও ঐক্যবদ্ধ ভাবে চাঁদপুর-৪ আসনে বিজয় নিশ্চিতে কাজ করবো। একইভাবে সারা দেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়বো।
আলোচনা শেষে উপজেলা জামাতের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলাম ও সকল সংগঠনের নেতৃবৃন্দসহ একটি বিশাল গণমিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।