সোমবার, ২৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২০:০০

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের উদ্যোগে বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

আদালত প্রতিবেদক।।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের উদ্যোগে বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিএনপির সদস্য ফরম ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইজীবী অ্যাড. সলিম উল্লা সেলিম।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ জুলাই ২০২৫) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইজীবী অ্যাড. সেলিম উল্লা সেলিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এ পরিকল্পনা আমাদের দেশনায়ক তারেক রহমানের। সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম চলছে। উঠতি বয়সী তরুণ-তরুণী ও ক্লিন ইমেজের লোকজনই আমাদের ফরম সংগ্রহ করতে পারবে। যারা আমাদের সাথে আগে ছিলেন, তারা শুধু নবায়ন করলেই চলবে। আমাদের আইনজীবী ভাইবোনদের জন্যেই আমাদের জেলা আইনজীবী সমিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হলো।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতি ও ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন (মেহেদী হাসান)।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, ফোরামের সাবেক সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. এ. জেড. এম. রফিকুল ইসলাম রীপন, সিনিয়র আইনজীবী অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. রেহেনা ইয়াসমিন কচি, অ্যাড. হুমায়ন কবির, অ্যাড. কাজী খায়রুল হাসান ঝুমন, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. মাইনুল ইসলাম, ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. কামাল হোসেন, বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম হোসেন, ফোরামের সদস্য অ্যাড. আতিকুর রহমান হাওলাদার, অ্যাড. সাদ্দাম, অ্যাড. সানজিদ সানিসহ ফোরামের সদস্য ও আইনজীবী সমিতির সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়