শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৪:৪২

চাঁদপুর পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভায় বাবুল খান

৩০ জুলাইর মধ্যে তিন হাজার সদস্য সংগ্রহ ও নবায়ন সম্পূর্ণ করতে হবে এই ওয়ার্ডে

স্টাফ রিপোর্টার
৩০ জুলাইর মধ্যে তিন হাজার সদস্য সংগ্রহ ও নবায়ন সম্পূর্ণ করতে হবে এই ওয়ার্ডে

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দীন খান বাবুল বলেছেন, গত ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-হামলার মুখোমুখি হয়েছেন এবং বছরের পর বছর জুলুম সহ্য করেছেন। এখন আর সেই প্রেক্ষাপট নেই। জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। সেই লক্ষ্যে দলের প্রতিটি নেতা-কর্মী কে জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আমাদের রাজনীতি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং চাঁদপুর সদর আসনের শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি শনিবার (১২ জুলাই ২০২৫) বেলা সাড়ে এগারোটার সময় পুরাণবাজার উসমানিয়া মাদ্রাসায় চাঁদপুর পৌর ২ নং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সাংগঠনিক সভায় প্রধান সমন্বয়কারীর বক্তব্যে এসব কথা বলেন।

বাবুল খান আরো বলেন, শহরের পনেরোটা ওয়ার্ডের মধ্যে দেখিয়ে দিতে হবে এই ২নং ওয়ার্ড বিএনপি অনেক শক্তিশালী। আগামী ৩০ জুলাইর মধ্যে তিন হাজার সদস্য সংগ্রহ ও নবায়ন সম্পূর্ণ করতে হবে এই ওয়ার্ডে। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং, দখলবাজি ২ নং ওয়ার্ডে থাকবে না। শেখ ফরিদ আহমেদ মানিকের ডাইরেক্ট নির্দেশ, ব্যক্তির অপরাধের দায়ভার দল নেবে না। যারা অন্যায় কাজে সম্পৃক্ত হবেন তাদেরকে পুলিশের কাছে তুলে দেবেন।

তিনি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাছির বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দুলাল খানের সঞ্চালনায় এই সাংগঠনিক সভায় ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ বেপারী, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব মিজি, সাংগঠনিক সম্পাদক কামাল, যুগ্ম সম্পাদক ভুট্টো, ওয়ার্ড বিএনপি নেতা মরণ হাওলাদার, আলমগীর শেখ, সায়েদ হালদার, আনোয়ার হাওলাদার, মহিলা দলের নেত্রী পারভিন বেগমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়