প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২০:১৪
ফরিদগঞ্জে ইউনিয়ন প্রতিনিধিদের কাছে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম প্রদান

ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অংশ হিসেবে শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম তুলে দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এ সময় মুঠোফোনে এ বিষয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
|আরো খবর
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কোটি কোটি কর্মী-সমর্থক রয়েছে। ফরিদগঞ্জ উপজেলাও এর ব্যতিক্রম নয়। তাই আমাদের দলে কোনো দোসরের প্রয়োজন নেই। আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই যেনো বিএনপির বাইরের কেউ সদস্য ফরম না পায়। আমাদের নেতা সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন কীভাবে আমরা কাজ করবো। আপনারা ইউনিয়ন পর্যায়ে সেভাবে কাজ করবেন।